ABP Ananda LIVE: সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পিতা-পুত্রের দাপাদাপি! পুলিশের সামনেই বিজেপি নেতাকে সুপ্রকাশ গিরির হুমকি । পুলিশকে কনুইয়ের গুঁতো, জানোয়ার বলে আক্রমণে অখিল! পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের । 'ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, দোসর পুলিশ' । বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, বিস্ফোরক দাবি অখিলের । হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের, খারিজ পূর্ব মেদিনীপুর পুলিশের । 'অখিলকে হেনস্থা বা মারধরের কোনও ঘটনাই ঘটেনি' । 'একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল' । 'অপ্রীতিকর ঘটনা এড়াতে বের করে আনা হয় অখিল গিরিকে' । তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলা পুলিশ সূত্রে